বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদ এবং নাগরিক আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদারের উপর সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অতর্কিত হামলার বিচারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে নাগরিক অধিকার আন্দোলন।
মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করেন তারা।
বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ্ ও যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ বেগ, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, নিয়াজ মাহামুদ বেগ, মো. আলাউদ্দিন মোল্লাসহ অন্যান্যরা।
বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, উল্লিখিত দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। তবে এখন পর্যন্ত কোন সমাধান পাইনি আমরা।
তারই ধারাবাহিকতা হিসেবে ১১ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করার জন্য ১০ ফেব্রুয়ারি রাতে নগর ভবনের সামনে আমাদের নাগরিক কমিটির সদস্য কামাল আকন, আনোয়ার হোসেন, খালেক ইমান মাইকি লাগাতে গেলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা বাধা দেন। পরে বিষয়টি জানতে চাইলে কথা বলার কথা বলে আমাদের তিন সদস্যকে কর্পোরেশনের মধ্যে ডেকে নিয়ে প্রথমে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এর পর সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অতর্কিত হামলা চালালে আমাদের প্রকৌশলীসহ ৪ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত হয়েছে সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম সিকদার। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে।
তাই আমরা অবিলম্বে হালাকারীদের বিচারের দাবিসহ প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছি।
তিনি আরও বলেন, দ্রুত এর সমাধান না করা হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে পারি।
ইএইচ