ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্রাবণ রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় প্রকাশ রায় (১৮) ও সুমন (২৮) নামে আরো দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটায় উপজেলার পুরাতন সেন্টার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ উপজেলার পৌরসভার ভান্ডারা নামক এলাকার মহেন্দ্র সিংহের ছেলে।আহত প্রকাশ রায় একই এলাকার সুবেন সিংহের ছেলে ও সুমন পার্শ্ববর্তী হরিপুর উপজেলার সুন্দরী মোর এলাকার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একই মোটরসাইকেলে ০৩ (তিন)জন ব্যক্তি রাণীশংকৈল হইতে পীরগঞ্জ যাওয়ার পথে রানীশংকৈল থানাধীন পৌরসভার অন্তর্গত পুরাতন সেন্টার নামক এলাকায় পাকা রাস্তার উপর পৌঁছামাত্র একই দিকে যাইতে থাকা অজ্ঞাতনামা চেয়ার কোচ মোটরসাইকেলটিকে পিছন হইতে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে বসা শ্রাবণ (২০) মাথায় গুরুতর আঘাত পান। মোটরসাইকেল চালক প্রকাশ রায়(১৮) বুকে ও পিঠে এবং মোটরসাইকেলের মাঝখানে বসা সুমন (২৮) সামান্য আঘাত প্রাপ্ত হন। রাণীশংকৈল থানার ফায়ার সার্ভিসের সদস্যগণ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেলে রেফার্ড করিলে পথিমধ্যে শ্রাবণ(২০) মৃত্যুবরণ করেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক গাড়িটি আটক করা হয়নি।
বিআরইউ