সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মশিউর ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া গ্রামের মৃত নূরুল হকের ছেলে। সে আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক।
ডিবি পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে রাতে আশুলিয়া এলাকা থেকে ছাত্র জনতা হত্যা মামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউরকে গ্রেফতার করা হয়।
ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি জালাল উদ্দিন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বিআরইউ