নরসিংদীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০২:০৬ পিএম
নরসিংদীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি মো. ইলিয়াছ আলী ভুঁইয়ার সাথে কলেজের অধ্যক্ষ-অভিভাবক ও সকল কর্মচারীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষক-অভিভাবক ও কর্মচারীরা নতুন সভাপতি মো. ইলিয়াছ আলী ভূইয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, মো. রাশেদুল হক, আশরাফ মাহমুদ, উদয় শংকর পাল, তপন কুমার আচার্য, আল-আমিন পাঠান, জসিম উদ্দিন, আ. কাদির খান, অভিভাবক প্রতিনিধি মো. নজরুল ইসলাম, নাবিল তাহসিন ও শিক্ষক প্রতিনিধি আশরাফ মাহমুদ।

সভাপতির বক্তব্যে মো. ইলিয়াছ আলী ভূইয়া বলেন- সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ছাত্রদের ভর্তি হতে তাদেরকে উৎসাহিত করতে হবে। লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে।

ইএইচ