যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৩১ পিএম
যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে সদ্য প্রসূতি গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জুয়েল মণ্ডলের ব্রহ্মত্তর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে কনিকার বাবা প্রবাসী জুয়েল মন্ডল জানান, আমি বিদেশে থাকা অবস্থায় জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি বিদেশ থেকে এসে থানায় অভিযোগ করলে তারা আমার অভিযোগের কর্ণপাত না করে আমার ছোট ভাইয়ের নিকট কাগজে স্বাক্ষর নিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দেয়। পরে আমার স্ত্রী খুকি জামালপুর কোর্টে নুর ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ইসলামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আদালতের আদেশক্রমে ইসলামপুর বর্তমানে মামলাটি তদন্তাধীন।

ইএইচ