রাঙামাটির তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং দিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। বুধবার দুপুর ১২টায় শহরের রাঙাপানি এলাকায় মনোঘর বিদ্যালয়ের কম্পিইউটার প্রশিক্ষাণ কক্ষে তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং উদ্বোধন করেন ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড মো. শিবলী নোমান।
ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. শাফায়াতুর রহমানের সভাপতিত্বে এতে ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার (আর এইডি) মো. নজরুল ইসলাম মজুমদার, রিজিয়নাল ম্যানেজার ও মাইক্রোফাইন্যান্স মো. আব্দুল আহাদ ও রাঙামাটি ব্র্যাকের সমন্বয়ক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ব্র্যাকের ডেপুটি প্রোগ্রামহেড মো. শিবলী নোমান বলেন, তরুণ উদ্যোক্তা তৈরি লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালি প্রায় ১৫জন তরুণ-তরুণীদের নিয়ে ৩৬দিন এ ফ্রিল্যান্সিং ট্রেনিং কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, পাহাড়ের তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শিক্ষিত করুণ তরুন- তরুণীদের কাজে উৎসাহ বাড়াতে এমন ফ্রিল্যান্সিং ট্রেনিং ব্যবস্থা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
পরে অতিথিরা কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ ফ্রিল্যান্সিং ট্রেনিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বিআরইউ