ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৪

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:৩৫ পিএম
ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৪

জামালপুরে জোড়া হত্যা মামলার আসামি এমদাদ মাস্টার (৫৮) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। আসামি এমদাদ মাস্টার শেরপুর জেলার সদর থানার গৌরীপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি অভিযানিক দল  গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে জোড়া হত্যা মামলার ১নং আসামি এমদাদ মাস্টার (৫৮) কে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর সদর এলাকার স্কুল পড়ুয়া ছাত্রদের সাথে আসামীর এলাকার ছাত্র ও লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে ০৯ সেপ্টেম্বর রাত ১০.৪০ টার দিকে আসামি এমদাদ মাস্টার আরও কিছু সহোচরের সমন্বয়ে মাইকে ঘোষণা দিয়ে একই এলাকায় আশরাফুল আলম মিজান (৩৫)‘কে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর  সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা মোছা. মমতাজ বেগম (৫২) বাদী হয়ে শেরপুর  সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫। একই ঘটনায় আরিফুল ইসলাম শ্রাবণ (২৮) মৃত্যুবরণ করলে নিহতের পিতা পিতা মো. দেলোয়ার হোসেন (মিন্টু) বাদী হয়ে ওই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪।

মামলা দায়েরের পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে। পরে গ্রেফতারকৃত আসামিকে শেরপুরের সদর থানায় হস্তান্তর করা হয়।

একই দিনে পৃথক অভিযানে ময়মনসিংহ সদর এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বকুল (২৬) ও মো. সুমন (২২) কে গ্রেফতার করা হয়। আসামি দুজন ময়মনসিংহ সদরের বিজয় নগর এলাকার বাসিন্দা। অপরদিকে ওই দিনই সদর থানার রঘুরামপুর এলাকা হতে মো. আবুল খায়ের (৪০) কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব ১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর। অন্যায়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ