গয়েশ্বর চন্দ্র রায়

এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২২ পিএম
এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন দেয়া। কিন্তু তারা নির্বাচন নিয়েও নেই, দেশ পরিচালনায়ও নেই। শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শুনছি।

বুধবার লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ ঘোষণা এবং সরকারবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন, কিন্তু কৃষক-উৎপাদকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাজারব্যবস্থার সিন্ডিকেট এখনো সক্রিয়, কিন্তু তা দমনের কোনো উদ্যোগ নেই।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য ফ্যাসিবাদের পতন এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন। ১৬ বছর ধরে আমরা এই দাবিতে আন্দোলন করছি, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, কারাবরণ করেছেন। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’

গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তিনি শুধু বিএনপির নেত্রী নন, ১৮ কোটি মানুষের নেত্রী। অনেকে এটা সহ্য করতে পারেন না, কারণ তারা জানেন, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।’

তিনি সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারে থেকে গোপন বৈঠক করবেন, ষড়যন্ত্র করবেন—এটা হতে পারে না। নিরপেক্ষ থাকুন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন, তাহলে ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে।’

জনসমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

ইএইচ