কুষ্টিয়াতে ভোটের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৪৯ পিএম
কুষ্টিয়াতে ভোটের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

কুষ্টিয়াতে প্রথম শিক্ষার্থীদের পরোক্ষ ভোটের মাধ্যমে সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মুক্তমঞ্চে জেলা ছাত্রদলের আয়োজনে এ ভোটগ্রহণ শুরু হয়। যা চলে দুপুর দেড়টা পর্যন্ত।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কাউন্সিলে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দিতা করেন। মেয়ে ও ছেলে শিক্ষার্থীরা আলাদা বুথে পরোক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৬২ জন।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় কাউন্সিলের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক রাজীব আহম্মেদ ও মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ফলাফলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ২৩৯ ভোট পেয়ে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয় জামির আহম্মেদ মসনদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নয়ন পেয়েছেন ১১৯ ভোট।

এছাড়াও ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিমুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সজীব পেয়েছেন ১০৫ ভোট।

ইএইচ