দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় তাহিরপুর উপজেলার রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বনায়ন কর্মসূচিতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ ও সদস্য সচিব মেহেদী হাসান সাকিব প্রমুখ।
ইএইচ