১৭ বছর পর দেশে আসা বিএনপি নেতাকে শ্রীমঙ্গলে গণসংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:৫১ পিএম
১৭ বছর পর দেশে আসা বিএনপি নেতাকে শ্রীমঙ্গলে গণসংবর্ধনা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে লন্ডন বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ও সাবেক শ্রীমঙ্গল কলেজ ছাত্রদল নেতা সরফরাজ আহমেদ শরফুকে শ্রীমঙ্গলে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকালে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীমঙ্গলের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জ্বল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম জাহান, কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াছিন আরাফাত রবিন, মোবারক হাসান লোপ্পা,বসামি মাহমুদ চৌধুরী, মকবুল হোসেন হোসেন রিপন, আতিকুর রহমান মারুফ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম, সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সচিব সোহান আহমেদ জয়নাল, কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ,বেলাল আহমেদ,মোশাররফ হোসেন রাজ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ইএইচ