দগ্ধ ৪

কীর্তনখোলায় তেলের ট্রলার বিস্ফোরণ

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:২২ পিএম
কীর্তনখোলায় তেলের ট্রলার বিস্ফোরণ

বরিশাল নগরী ঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দুজন নিখোঁজ ও অগ্নিদগ্ধসহ চারজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন।

ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।

আহতদের মধ্যে রুবেল, শম্পা ও মান্নানের নাম জানা গেছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের নামপরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেল ভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই তেলের ড্রামের উপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি চলে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। এ ঘটনার পর পুরো এলাকায় জ্বালানি তেলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে জনদুর্ভোগ হয়।

বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে।তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়।

এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন, এছাড়া আহত হয়েছেন ৪ জন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ইএইচ