কুড়িগ্রামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৩০ পিএম
কুড়িগ্রামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহিদ কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামী লীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে কফিন মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে কফিন ঘাড়ে নিয়ে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের শাপলা চত্বরে এসে মিলিত হয়ে সমাবেশ করে।

এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ ও নাগরিক কমিটির লিমনসহ অন্যান্যরা।

ইএইচ