কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নূর-ই-এলাহী তুহিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন, ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬), আওয়ামী সমর্থক জাকিউল ইসলাম (৩২)।
সকলেই উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের চিলমারী থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইএইচ