কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার দোষীদের আইনের আওতায় এনে বিচা সহ পুড়ে যাওয়া ঘর পুনর্গঠন কাজ শুরুর দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন নুরুজ্জামান কাফি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থেকে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে স্মারক লিপি প্রদান করেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে ফ্রন্টে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি, সর্বশেষ ধানমন্ডি ৩২ এ স্বৈরশাসকের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সাথে অংশগ্রহণ করেছি। যার কারণে স্বৈরশাসকের সহায়তাকারীদের অনেক আগে থেকেই টার্গেটে ছিলাম। ১২ ফেব্রুয়ারি গভীর রাতে অজ্ঞাত স্বৈরশাসকের সহায়তাকারী ওঁৎ পেতে থেকে সুযোগ বুঝে আমার বসতঘর, রান্নাঘর এবং গরুর ঘরসহ আশেপাশে থাকা সব কিছু পুড়িয়ে দেয়।
আমার ঘরের মধ্যে ৪ মাসের বাচ্চা, ৪ বছরের ভাতিজা, বাবা-মা এবং ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের ভিতরে রেখে ঘরের বাহির থেকে সকল দরজাই দড়ি দিয়ে বেধে ঘরের চা দিক থেকে আগুন দেওয়া হয়। ঘরে আগুন দেওয়ার জন্য কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা জানি না। আমার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে কোন রকম বাহিরে বের হয়। আমাদের কারো কোনো ডকুমেন্টস, দলিলপত্র ও সার্টিফিকেট কোনো কিছু রক্ষা করতে পারিনি। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার সাথে সাথেই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু তাদের একান্ত চেষ্টার পরেও কোন কিছুই রক্ষা করতে পারেনি।
বলেন, আজকে আমার বাড়ি পোড়ানো হয়েছে, কালকে আপনার বাড়ি পোড়ানো যে হবে না তার গ্যারান্টি নাই। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন সম্পৃক্তকারীদের খুঁজে বের করতে পারবে। তারই সাথে সাথে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেই বিপ্লবী জনতা ছিল তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন। কারণ আজ আমি কাল আমার বিপ্লবী সহযোদ্ধা যাতে এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করা প্রয়োজন।
সবশেষে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, যদি দোষীদের আইনের আওতায় না আনা হয়, যথাযথ বিচার না করা হয় এবং আমার পুড়ে যাওয়া ঘর পুনর্গঠন কাজ শুরু না করা হয়, তবে আমি ৭ দিনের মাথায় আমি একা রাজপথে দাড়াঁবো, আমি একাই লড়ে যাবো। প্রয়োজনে আমি বিপ্লবী সরকারের ডাক দিবো।
এদিকে এ ঘটনায় কলাপাড়া থানায় নুরজ্জামান কাফি একটি মামলা দায়ের করেছেন।
ইএইচ