ব্যারিস্টার ইশরাক আহমেদকে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৫৭ পিএম
ব্যারিস্টার ইশরাক আহমেদকে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ঘোষণা

গাজীপুর জেলা বিএনপির নতুন আংশিক কমিটিতে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব হিসেবে ঘোষণার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের বলিয়াদী জমিদার বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবনিযুক্ত সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাট ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ান, গাজীপুর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা ফাহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।

অনুষ্ঠানে নেতাকর্মীরা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তার নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

ইএইচ