সোনারগাঁয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে দোকান পুড়ে ছাই

সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:২৮ পিএম
সোনারগাঁয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কাঁচপুর নয়াবাড়ী এলাকায় বুধবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক ব্যবসায়ী মুদি ও কনফেকশনারি দোকানের ৪টা ফ্রিজ ও অন্যান্য মালামাল পুড়ে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার ব্যবসায়ী সৈকতের মালিকানাধীন দোকানে এ আগুন লাগায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

খবর পেয়ে সোনারগাঁও কাঁচপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

কাঁচপুর ইউনিয়ন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

ইএইচ