আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা পর্যন্ত টানা তিনদিন যশোর-মাগুরা মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
মহাসড়কটিতে মাগুরা অংশের আড়পাড়া ফটকি নদীর উপর নির্মিত পুরাতন স্টিল ব্রিজের সংস্কার কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাগুরা সড়ক বিভাগ।
নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর-মাগুরা মহাসড়কে ৩১তম কিলোমিটারে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এক্সপ্যানশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজের জন্য ১৪ ফেব্রুয়ারি সকাল ৬টা হতে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সময়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক মাগুরা-ঝিনাইদহ মহাসড়কটি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী (চ.দা.) সওজ সড়ক বিভাগ মাগুরা মো. সাখাওয়াত হোসেন জানান, সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনসমূহের বিকল্প সড়ক মাগুরা-ঝিনাইদহ-যশোর (এন-৭) মহাসড়কটি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ইএইচ