দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের অঙ্গসংগঠন সিটি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিভিন্ন ইভেন্টে সিটি কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় সিটি কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মুহম্মদ শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিটি ক্লাবের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সিটি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক গৌতম সরকার বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক আব্দুল হাকিম মাঝি, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লা আল মামুন তুহিনসহ সিটি ক্লাবের সেচ্ছাসেবক, স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উদয় শংকর এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাইনুল হক বাপ্পি।
ইএইচ