নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ সভা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৭:৩৩ পিএম
নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ সভা

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন রমনা নৌ-বন্দর ফেরিঘাটে বুধবার বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমানের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদীসহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) মো. মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, ডিআইও-১ মো. আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ মো. মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি মো. ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি মো. মতিন শিরিন সরকার, সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার মো. আব্দুর রহমানসহ চিলমারী উপজেলার সম্মানিত নাগরিবৃন্দ।

ইএইচ