কাশিয়ানীতে শিক্ষার্থীদের কুরআনের ছবক প্রদান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৮:৫৪ পিএম
কাশিয়ানীতে শিক্ষার্থীদের কুরআনের ছবক প্রদান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ঐতিহ্যবাহী পোনা মারকাজুল উলুম মাদরাসার ৬০ জন শিক্ষার্থীকে মহাগ্রন্থ কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এক যাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাওলানা আব্দুল করিম সাহেবের সভাপতিত্বে মাওলানা মামুন মোস্তফার সঞ্চালনায় মহতী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাৎপর্য পূর্ণ বক্তব্য দেন- এম. ডি নিজামুল ইসলাম সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.  নিজামুল আলম মুরাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শহিদুল ইসলাম মুন্না, সাংবাদিক মো. আহাদুল হাসান, সাংবাদিক নেওয়াজ আহমদ পরশ, সামিউল আলম পিটার, অ্যাডভোকেট মফিজুর রহমান প্রমুখ।

ইএইচ