গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ধাপেরহাটে দুর্বৃত্তের হামলায় ১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩০) খামারপাড়া গ্রামের মান্না মণ্ডলের দ্বিতীয় পুত্র।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তার লাশ ধাপেরহাটে নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা, শুভাকাঙ্ক্ষী স্বজনরা তার লাশ নিয়ে জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করে।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবার জানায় সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিল না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় মহাসড়ক অবরুদ্ধ রয়েছে। দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
ইএইচ