অপারেশন ডেভিল হান্ট

ঢামেক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাপাসিয়ায় গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৫৮ পিএম
ঢামেক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাপাসিয়ায় গ্রেপ্তার

ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সৌমিক আহমদ সৌরভকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কাপাসিয়া থানা  পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উত্তর খামের নওয়ার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের একমাত্র পুত্র।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডা. সৌমিক আহমদ সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ