সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে ১০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় হামলাকারীদের হাতে নারী, শিশু ও বৃদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বালিজুরি ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর গ্রামের জজ মিয়ার সাথে একই গ্রামের ফজলু মিয়ার দ্বন্দ্ব চলছিল। এর আগেও একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলাও চলছে। এরই মাঝে শুক্রবার গভীর রাতে ফজলু মিয়া ও তার বহিরাগত ভাড়াটে ৫০-৬০জন লোক দেশীয় অস্ত্র, দা, টেঁটা ও বল্লম নিয়ে জজ মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়।
এ সময় একটি মোটরসাইকেল, ৩টি কাটবডি নৌকার ইঞ্জিন ও একটি দোকান ঘরসহ ১০টি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও এসব ঘরে থাকা নগদ টাকা, সোনার গহনা, গরুসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র লুট করা হয়।
এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন মৃত আব্দুল হেকিমের ছেলে জজ মিয়া (৬৫), খোকন মিয়ার মেয়ে রোকেয়া আক্তার (১১), মৃত আরিজ মিয়ার ছেলে আবুল কালাম (৩৫), আবুল কালামের মা শাহেরা বেগম (৫০), ছোটভাই আনোয়ার হোসেন (১৬) স্ত্রী শেফালি আক্তার (৩০), মেয়ে সুমাইয়া আক্তার (০৯), ছেলে সিয়াম (০২)।
এদের মধ্যে গুরুতর আহত জজ মিয়া, আবুল কালাম ও শেফালি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী কয়েকজন জানান, পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ফজলু মিয়া, রফিক মিয়া, আল আমিন ও তাদের বহিরাগত ৫০-৬০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের ১০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে বাড়িঘরে থাকা নগদ ২লক্ষ টাকা, ৩টি গরু, দুই ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর থেকে হামলাকারী ফজলু মিয়া ও তার লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যে ঘটনা ঘটছে এইটা এই যুগে সব ধরনের বর্বরতাকে হার মানিয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি।
এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ