দেলদুয়ারে সেনাবাহিনীর ভুয়া সার্জেন্টসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:২২ পিএম
দেলদুয়ারে সেনাবাহিনীর ভুয়া সার্জেন্টসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতারক চক্রের ৩ সদস্য আটক করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার লাউহাটী ইউনিয়নের কাতুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের ছেলে শিহাব উদ্দিন (৩২), মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫৩) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটিয়া উলাইল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মোজাম্মেল হক (৪৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিহাব উদ্দীন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে তার সহযোগী আনোয়ার হোসেন ও মোজাম্মেল হকেকের মাধ্যমে  টাঙ্গাইল জেলার  নাগরপুর উপজেলার  আব্দুল খালেকের কাছ থেকে তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার চুক্তিতে নগদ ১ লক্ষ টাকা নেন। বাকি ৯ লক্ষ টাকা নিয়োগপত্র হাতে দেয়ার পর পরিশোধ করতে হবে মর্মে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

গত ২ ফেব্রুয়ারি  চাকরি প্রার্থী শ্রাবণ হোসেনকে  চট্টগ্রাম সেনানিবাসের ভিতর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগপত্র হাতে ধরিয়ে দেন। নিয়োগপত্রটি ভুয়া বলে সন্দেহ হলে চুক্তিবদ্ধ ৯ লক্ষ টাকা নেওয়ার জন্য    প্রতারক চক্রকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামে আসতে বলেন মামলার বাদী আব্দুল খালেক।

শুক্রবার সেনাবাহিনী সার্জেন্ট পরিচয়দানকারী শিহাবউদ্দীন তার দুই সহযোগীকে নিয়ে লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে আসলে তাদের আটক করে দেলদুয়ার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া সার্জেন্ট পরিচয়দানকারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ