লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ গোড়কমন্ডল বিওপির সীমান্ত পিলার ৯২৯/৪-এস এর কাছে শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম এবং ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী অমিত কুমার নেতৃত্ব দেন। এতে বিজিবি’র উপ-অধিনায়ক এবং বিএসএফের খারিজা হরিদাস কোম্পানি কমান্ডারও উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিবি অধিনায়ক প্রতিবাদ জানিয়ে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ গোড়কমন্ডল বিওপির সীমান্ত পিলার ৯৩০/৮-এস এর কাছে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের পাঁচজন সদস্য ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ৫ মিনিট অবস্থানের পর ভারতের অভ্যন্তরে ফিরে যান।
এ ঘটনায় বিএসএফ কমান্ড্যান্ট জানান, সম্প্রতি কাশ্মীর থেকে বাংলাদেশ সীমান্তে আসার কারণে নতুন বিএসএফ সদস্যরা সীমান্ত চিহ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিজিবিকে অবহিত করা হবে বলেও জানান।
বৈঠকে সীমান্ত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে উভয় বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার এবং টহল ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে একমত হয় বিজিবি ও বিএসএফ। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন উভয় অধিনায়ক।
আরএস