বরিশালে শুরু হচ্ছে ৩দিনব্যাপী জীবনানন্দ মেলা

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৮:৪৮ পিএম
বরিশালে শুরু হচ্ছে ৩দিনব্যাপী জীবনানন্দ মেলা

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তিনদিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উত্তরণ।

কবির জন্মদিন ১৭ ফেব্রুয়ারি, সোমবার শুরু হবে এই মেলা। টানা অষ্টমবারের মত আয়োজিত মেলার বিভিন্ন আয়োজন নিয়ে মতবিনিময় করেছে আয়োজক সংগঠন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরণের কার্যালয়ে মেলা উদ্যাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সার্বিক আয়োজন তুলে ধরেন।

তিনি জানান, বরিশালে জন্ম নেওয়া কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন কবি। জীবদ্দশায় তাকে নিয়ে খুব একটা আলোচনা না হলেও সময় যত পার হচ্ছে ততই প্রাসঙ্গিক হয়ে উঠছেন জীবনানন্দ দাশ। তার কবিতায় দেশপ্রেম, মৃত্যুচেতনা আর নির্জনতা যেভাবে ফুটে উঠেছে তা আর কারো কবিতায় ওইভাবে ফুটে ওঠেনি।

জীবনানন্দ চর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ২০১৬ সাল থেকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন মেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও কলেজের মূল ভবনের সামনে তিনদিনে চারটি অধিবেশনে মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে মেলা। ১৭ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে শেষ হবে ১৯ ফেব্রুয়ারি।

সংগঠনের সভাপতি সুদীপ্ত দাসের সভাপতিত্বে অন্যান্য কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তারা।

আরএস