কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৮ পিএম
কুষ্টিয়ায়  গড়াই নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে লাল রঙের টি - শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।

স্থানীয়রা জানায়, শেষ বিকেলে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা মরদেহটি নদীর কিনানে এনে পুলিশকে খবর দেন এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে লাল রঙের টি - শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।

কুমারখালীর ভাঁড়রা এলাকার গড়াই নদী থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরএস