মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৩৭ পিএম
মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাব ও ঘাটাইল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী মধুপুরের ঐতিহ্যবাহী দোখলা মাঠে উভয় ক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল যোগে সাংবাদিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হতে থাকেন। দুপুরের মধ্যে মাঠটি জমজমাট হয়ে ওঠে।

সকাল থেকে লাকি কুপন সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এক মনোরম পরিবেশে দুপুরের খাবারের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. মো. আ. রহিম।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদকসহ উভয় ক্লাবের সাংবাদিকরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মো. ফজলুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

তারা জানান, প্রতিবছরই গণমাধ্যম কর্মীদের এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

ইএইচ