বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:২১ পিএম
বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের আওতায় ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

শাকিল আহমেদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক ছিলেন। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।

বিআরইউ