আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:১৬ পিএম
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিহাব (২৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

রোববার দুপুর ৩টায় উপজেলার কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব শিবপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে পরীক্ষা শেষে ফেরার পথে তার মোটরসাইকেলটি একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে শিহাব ঘটনাস্থলেই নিহত হন এবং তার মাথা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিহাব মাদরাসায় পড়াশোনা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

ইএইচ