যামিনীপাড়া জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১১:১৫ এএম
যামিনীপাড়া জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী বিতরণ

পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, ত্রাণ এবং শিক্ষাসামগ্রী বিতরণ করেছে।

রোববার যামিনীপাড়া জোনের উদ্যোগে অসহায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি।

দীর্ঘদিন ধরে পুরোনো ঘরে পরিচালিত তাইন্দং মুসলিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে স্কুল ঘর মেরামতের জন্য ঢেউটিন ও শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া মুসলিমপাড়া, পংপাড়া ও পোড়াবাড়ি এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এই সেবায় ৬১০ জন—পাহাড়ি ২৫০ জন এবং বাঙালি ৩৬০ জন—সুবিধা পেয়েছেন।

ইএইচ