নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান রনজু (৩৮) নামের এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পশু চিকিৎসক উপজেলার বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেস আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, রোববার বিকালে পশু চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় উপজেলার মনোহারপুর এলাকার রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আসাদুজ্জামান রনজু।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন।
সোমবার দুপুরে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ