বাবার মামলায় ছেলে কারাগারে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:০২ পিএম
বাবার মামলায় ছেলে কারাগারে

নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে মারধর করায় উচ্ছৃঙ্খল ছেলে সেজান মাহমুদের (২৪) বিরুদ্ধে মামলা করেছেন বাবা মিন্টু আলি।

বাবার করা সেই মামলায় ছেলেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

মিন্টু আলি উপজেলার কসবা মালঞ্চি এলাকার বাসিন্দা ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। মিন্টু আলির ছেলে সেজান মাহমুদ ছাত্রলীগের ক্যাডার বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

থানায় দায়েরকৃত মামলা ও পরিবার সূত্রে জানা যায়, সেজান দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিলেন। শুক্রবার সকালে বাড়িতে পরিবারের সঙ্গে খাবার সময় বাকবিতণ্ডার জেরে সেজান তার বাবা মিন্টুকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সেজান তার ঘর থেকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে বাবাকে কোপ দিলে তা ছুটে গিয়ে তার দাদি ৬৭ বছর বয়সী নাসরিন বেগমের কোমরে আঘাত লাগলে তিনি রক্তাক্ত জখম হন।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত নাসরিন বেগমকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ

ঘটনার পরের দিন শনিবার বাবা মিন্টু আলি বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় সেজান মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার বিকালে অভিযুক্ত সেজান মাহমুদকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার দায়েরকৃত মামলায় সেজান মাহমুদকে রোববার গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ