বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:২৯ পিএম
বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

অপারেশন ডেভিল হান্টের আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. শামীম মোল্লা (৫৫) এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০)।

রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, রোববার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে শামীম মোল্লাকে চিতার বাজারের নিজ বাড়ি এবং আনোয়ার হোসেনকে সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে।

পরে সোমবার তাদের আলফাডাঙ্গা থানায় পাঠানো হয় এবং বিস্ফোরক মামলায় ফরিদপুর আদালতে চালান করে দেওয়া হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান আটকাদেশ ও চালান প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ