গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন- শিক্ষার্থী আদৃতা সরকার ও শেখ জিসান।
মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. সায়মা জান্নাত মালিহা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ.ই.ম. মিজানুর রহমান।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
ইএইচ