তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বিজয়নগর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:৫৯ পিএম
তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার দুপুর ১২টার দিকে নদী পাড়ে প্রায় পাঁচশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী বৃদ্ধা জাহানারা বেগম বলেন, ‘জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে আমি খুবই উদ্বিগ্ন। আমার স্বামী অন্ধ, আর এই জমি দিয়েই আমাদের জীবিকা চলে। জমি গেলে কী হবে? দয়া করে আমাদের রক্ষা করুন।’

স্থানীয়রা অভিযোগ করেন, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু উত্তোলন হচ্ছে, যার ফলে নদীর পাড় ভেঙে জমি ক্ষতি হওয়ার উপক্রম হয়েছে। তারা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

ইএইচ