ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:২০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানার বিস্ফোরক মামলার আসামি কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ সিলেট।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া কুটির গ্রামের মো. মাসুক মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ