ভোলায় মধ্যরাতে অপারেশন ডেভিল হান্টের আওতায় জেলা শহরের কালীবাড়ি রোড এলাকা হতে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহমুদ(৭৪)এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (৬২)কে অভিযান চালিয়ে আটক করেছে যৌথবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন, ভোলায় অবস্থিত নৌ বাহীনির কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন, (এনডি) বিএন।
তিনি আরো জানান, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন ইন টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে জেলা সদরের কালিবাড়ি রোড এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, র্যাব, কোস্টগার্ড ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অদ্য হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ ও ভোলা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে কে আটক করা হয়।
আটককৃতরা ভোলা পৌরসভা ৩ নং ওয়ার্ড কালীবাড়ি রোডের মৃত মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে।পরবর্তীতে আটককৃত ব্যক্তিদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে `ইন এইড টু সিভিল পাওয়ার` এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
বিআরইউ