ফেনীতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সহায়তা দিবে জেলা প্রশাসন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:১৯ পিএম
ফেনীতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সহায়তা দিবে জেলা প্রশাসন

ফেনীতে সোমবার রাতে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে হতাহত প্রত্যেকের পরিবারকে মানবিক সহায়তা দিবে জেলা প্রশাসন। 

গতকাল সোমবার রাত ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের নিকট পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষে থেকে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়- জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করবে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ডিসি সম্মেলনে যোগদানের কারণে ঢাকায় অবস্থান করলেও তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিআরইউ