পাবনায় এটিএম আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:৫২ পিএম
পাবনায় এটিএম আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের আগে শহীদ চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন এবং দ্রুত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ইএইচ