নাগরপুরে রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার তদারকি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:১৭ পিএম
নাগরপুরে রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের বাজার তদারকি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজারে মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (এডিডি) আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে রমজান উপলক্ষে বাজারমূল্য যাচাই ও পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ করা হয়।

এ সময় বিক্রির উদ্দেশ্যে সাজানো মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, প্রসাধনী ও ওষুধসহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে ঝন্টু স্টোরকে ১৫ হাজার এবং শাপলা মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার সেনেটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যগণ, কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ খিজির, সদস্য সচিব মো. জসিউর রহমান, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সহ-সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, নাগরপুর উপজেলা ক্যাবের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা ও শহিদুল ইসলামসহ সদস্যরা।

ইএইচ