আব্দুস সালাম

নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে সব নির্যাতনের জবাব দিবে বিএনপি

নাটোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:৫৭ পিএম
নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে সব নির্যাতনের জবাব দিবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আগামী সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সেইসব নির্যাতনের জবাব দিবে বিএনপি। তার আগে নিজেদের দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। ঐক্য ছাড়া নির্বাচনে জিতার কোন বিকল্প নেই। বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া দল। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দল। এই দল বর্তমানে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারকে করতেই হবে। এর কোন বিকল্প নেই।

মঙ্গলবার নাটোর শহরের আলাইপুরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, নাটোর একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় ফজলুর রহমান সাহেবের সাথে দুলু সাহেব রাজনীতি করেছেন। দুলু নতুন আহ্বায়ক কমিটিকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে আশা করি।

তিনি বক্তব্যের মাঝে শ্লোগান দেয়ার সমালোচনা করে বলেন, শ্লোগান বন্ধ করুন। ডিসিপ্লিন মেনে চলুন। ধৈর্য ধরুন। আমরা ১৬ বছর ধৈর্য ধরেছি। নির্বাচন পর্যন্তও ধৈর্য ধরতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলেও যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন, তাদেরকেও সরকারে অন্তর্ভুক্ত করবেন। তারেক রহমান দলের শৃঙ্খলার প্রতি জোর দিয়েছেন। দলের ভিতরে ঐক্য আর ধৈর্য ধরার প্রতি তিনি সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি ও বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু।

এছাড়া সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও বাবুল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ