বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের মিজান ময়দানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১২ বছর ধরে জামায়াতের এ নেতা কারাগারে বন্দি রয়েছেন।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আনম আবদুর রহিম, সাবেক শহর আমির মুহাম্মদ ইলিয়াস, জেলা পেশাজীবী শাখার সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ ও শহর সভাপতি ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তারকৃত অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস পার হলেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক।
সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিপালে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ইএইচ