কুষ্টিয়া বিএনপি‍‍`র সমাবেশ জনসমুদ্রের পরিণত

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:১৭ পিএম
কুষ্টিয়া বিএনপি‍‍`র সমাবেশ জনসমুদ্রের পরিণত

বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু   বলেছেন, হ্যাঁ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, ফ্যাসিস্ট স্বৈরাচার  শেখ হাসিনার  সরকারের  দোসররা সু কৌশলে  দেশের পরিস্থিতি  অবনতি ঘটিয়ে চলেছে। তারা দেশের মধ্যে  গুম খুন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশকে অকার্যকর করার পাঁয়তারা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে  মোকাবেলা করতে হবে। আর এর জন্য  প্রয়োজন রাজনৈতিক সরকার ।  তাই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেন । 

নিত্য  প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার হাউজিং এস্টেট নিশান মোড়, একতা মাঠে কুষ্টিয়া জেলা বিএনপির  আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।   

বুধবার দুপুর ২টায় এ জনসভা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলে জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম-আবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু  মোল্লা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সহ   বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

দুপুর দুইটাই জনসভা শুরু হওয়ার সাথে সাথে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। একপর্যায়ে জনগণের  ভিড়ে জনসভা স্থলে জায়গা না পেয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এবারের এই জনসভা স্মরণকালের সর্ব বৃহত্তর জনসভায় রূপ নেয়। নারী-পুরুষ ঢোল ডগর নিয়ে স্লোগান দিতে দিতে জনসভা স্থলে হাজির হয়। জনসভা যেন জনসমুদ্রে পরিণত জয়।

আরএস