‘আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে আনসার বাহিনী’

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৪৯ পিএম
‘আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে আনসার বাহিনী’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম বিএএমএস বলেছেন, দেশের সকল গ্রামের তরুণ-তরুণীদের কর্মমুখী ও আত্মকর্মসংস্থানমূলক গ্রামভিত্তিক (ভিডিপি) প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে ডিজি মহোদয়ের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করছে এ বাহিনী।

বলেছেন, কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দক্ষ কর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধায় অগ্রণী ভূমিকা পালন এবং বেকারত্ব দূরীকরণসহ আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনী বদ্ধপরিকর। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হবে।

এছাড়াও বাহিনীর সকল সদস্যকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে উন্নত প্রশিক্ষণ প্রদান ও সদস্যদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণসহ জীবনযাত্রার উন্নয়নের বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, সকলের সমন্বিত উদ্যোগই দায়িত্ব পালনকে সহজতর করতে পারে। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছালে তাকে স্বাগত জানান মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান।

এ সময় প্রধান অতিথি বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেন।

মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার লক্ষ্যে এ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এবং আর্মি ক্যাম্প মাদারীপুরের মেজর তানভির হাসান রবিন।

অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ইএইচ