রাউজানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

রাউজান প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৫৫ পিএম
রাউজানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিক নির্দেশনায় উরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম, বখতিয়ার, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজাহান ও জাবেদুল ইসলাম রানার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উরকিরচরে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উরকিরচর ৪ ও ৫নং ওয়ার্ড শাখা।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উরকিরচর উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন নিরু।

ছাত্রদল নেতা আব্দু খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের ভিপি হাছান উল্লাহ, উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিলাশ কান্তি বড়ুয়া, বিএনপি নেতা শফিউল আলম বাচা, ইলিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদুল ইসলাম, দুলন বড়ুয়া, সাহেদ, ওসমান গনি, আবদুল করিম, সাইফুদ্দিন আত্তারী, সাইদুল ইসলাম ইছা, আরাফত নয়ন, আজগর, টিপু বড়ুয়া, ইকবাল হোসেন, কামাল উদ্দিন, সানি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ