টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা: যুবলীগের সাংগঠনিক সম্পাদক কারাগারে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:১৩ পিএম
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা: যুবলীগের সাংগঠনিক সম্পাদক কারাগারে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার পাটগাতী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫), টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পাটগাতী গ্রামের মৃত ফহম শেখের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করেছিল সেনাবাহিনী। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

ইএইচ