শিশুদের নির্মল বিনোদন ও সুস্থ মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারী পৌরসভা আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মন্টু এবং বাংলাদেশ জামাতে ইসলামী নীলফামারী শহর শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আনিসুর রহমান আজাদ। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উদ্বোধনের পর পার্কটি শিশুদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে। পার্কটিতে দোলনা, স্লিপার, নাগরদোলাসহ বিভিন্ন আধুনিক খেলনার ব্যবস্থা রাখা হয়েছে, যা শিশুদের আনন্দদায়ক অভিজ্ঞতা দেবে। এছাড়া, পার্কের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথি মো. নায়িরুজ্জামান বলেন, "শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সুস্থ বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে।"
স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, "এতদিন শিশুদের জন্য নীলফামারীতে তেমন কোনো বিনোদনমূলক স্থান ছিল না। এই পার্কটি তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
শিশুদের সুস্থ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে এ পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাইয়েদ গোলাম আজম ও সাঈদ ইসলাম প্রমুখ।
বিআরইউ