উলিপুরে ২৯তম বই মেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:৩৮ পিএম
উলিপুরে ২৯তম বই মেলার উদ্বোধন

"তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অঙ্কুর" এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ২৯তম বইমেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য সাদিয়া ইসলাম রাইসা, তানজিয়া সরদার ও জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সক্রিয় সদস্য রেজওয়ানুল করিম লালন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিস্ট এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন.এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন, বিশিষ্ট কৃষিবিদ জুলফিকার আলী সেনা, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জাহানুর আলম খোকন, শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার রফিকুল ইসলাম আনছারী।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএস